ময়মনসিংহের নারী শিক্ষার এক সময়ের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় ।
প্রায় ৯২.৩৩ শতাংশ জমির ওপর রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯২৭ সালে। শুরুতে বিদ্যালয়টি ভালো পাঠদান ও ফলে অভিভাবকদের নজর কেড়েছিল। ধীরে ধীরে নারী শিক্ষার ক্ষেত্রে অন্যতম একটি বিদ্যালয়ে পরিণত হয় বিদ্যালয়টি। কিন্তু পরবর্তীতে যুগের পরিবর্তনের হাওয়ায় রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়টিতে ছাত্রী সংখ্যা কমতে থাকে।
প্রথম শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যন্ত শিক্ষামানের কারিকুলামে রাধা সুন্দরী বিদ্যালয় এখন তার নামডাক ও সুনাম অক্ষুন্ন রাখতে ব্যর্থ হচ্ছে। বিভিন্ন লজিস্টিক সাপোর্টের অভাব এবং অবকাঠামোগত উন্ননের অভাবে বিদ্যালয়টি ময়মনসিংহ শহরের অন্যান্য বিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না।
এখানে বর্তমানে ২১৫জন ছাত্রীর জন্য এমপিওভূক্ত শিক্ষক রয়েছে ১১ জন, খন্ডকালিন শিক্ষক রয়েছে ০০জন, অফিস সহকারী ০ জন, লাইব্রেরিয়ান একজন, এবং ৩ জন এলএমএসএস রয়েছে। প্রধান শিক্ষকের পদটি এখনও শূন্য রয়েছে। সহকারী প্রধান শিক্ষক সুরাইয়া নাছরিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন ।তিনি রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সুদিন ফিরিয়ে আনার জন্য কাজ করে যাছেন ।
জাতীয় পতাকা
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।
বিস্তারিত